1.
তোমার অন্তরকে সংশোধিত ও পরিশুদ্ধ করো, অবশ্যই প্রতি নিঃশ্বাসে তোমার সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটবে।
– হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (র.)
2.
সম্মুখে যাহাকে দেখিবে তাহাকেই তোমার চাইতে উত্তম মনে করার নামই প্রকৃত বিনয়।
– হযরত খাজা ওসমান হারুনী (র.)
3.
শত জ্ঞানী ও বিদ্বানের সমস্ত জীবনের পাপ-পূণ্যের হিসাব হাশরের দিন এক নিঃশ্বাসে শেষ হইবে, প্রেমিকের এক পলকের নেকী বদীর হিসাব শত হাশরেও শেষ হইবে না।
– হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (র.)
4.
আমার বুকের মধ্যে আমার মুর্শিদের আলোয় ভরপুর। আমি আমার মুর্শিদেরই পূজা করি। আমার মন আমার মুর্শিদেরই ঘর।
হযরত বু – আলী শাহ্ কলন্দর (র.)
5.
ওহে দয়াময়! আমি আর বিরহ চাই না। আমাকে তোমার মিলনের জন্য মনোনীত করো। আমি তোমার চিরন্তন বন্ধনে মিশে যেতে চাই।
– কবি হাফিজ সিরাজী (র.)
6.
হে প্রভূ! জান্নাত আর জাহান্নামের অস্তিত্ব না থাকলে দেখা যেত তোমার ইবাদতকারীর সংখ্যা কত!
– হযরত আবুল হাসান খেরকানী (র.)
7.
আল্লাহর দিকে মুখ করা হয় না ততক্ষন, যতক্ষন না অন্যান্য সকল দিক থেকে মুখ ফিরিয়ে আনা হয়।
– ইমাম গাজ্জালী (র.)
8.
সবচাইতে বেশি সৌন্দর্য রয়েছে উত্তম আচরণের মাঝে। যার আচরণ সুন্দর নয়, তার কোনো সৌন্দর্যই নেই।
– মুহাম্মদ ইবনে হিব্বান (র.)
9.
প্রভ স্মরণে লিপ্ত যারা তারা ইহকাল পরকাল সব ভুলে যায়, তারাই প্রভুর দিদার লাভ করে।
– হযরত মনসুর হাল্লাজ (র.)
10.
নিজের সত্ত্বা ভুলতে পারলে, তবেই প্রভুর সাথে মিলিত হওয়া যায়।
– খাজা শেখ ফরিদ (র)
11.
ধ্যান হলো হৃদয়ের বাতি। এটি নিভে গেলে হৃদয়ে আর আলো থাকে না।
– ইবনে আতাউল্লাহ (র.)