কবিতা – দূরত্ব

লাবিব মাহফুজ

দুরে কি রহিতে পারি!
পরান যে আমার বাঁধিয়াছি ওগো
শ্রীচরণে তোমারী!

যদিও বা রই আঁখির আড়ালে
পরান যে মোর, তব চরণও তলে
তোমারে বসায়েছি মোর হৃদি শতদলে
কত যতন ও করি!
দূরে কি রহিতে পারি!

কি করে রহিবো দুরে!
মোর ভিতর বাহির, নিকট কি দুর –
সর্বব্যাপী শুধু শ্রীরুপ তোমার
রাখে যে সদায়, আমারে ঘিরে!
আমি হেরী শুধু ঐ রূপ নিশিদিন
আমার সর্বলোকে, আদি-অন্তহীন
তব রূপ খানি, শ্বাশত রূপে –
আমাতে লইয়াছি গড়ি!
দুরে কি রহিতে পারি!

রচনাকাল – 15/12/2017

আপন খবর