সংগীত – তুমি অনাদীর আদি চির নিত্য নিধি

লাবিব মাহফুজ

তুমি অনাদীর আদি, চির নিত্য নিধি
রূপ গুন শক্তি নিয়ে রহ চিরন্তন –
সকল নাম যে তোমারই নাম, তুমি নামহীন।

এলিয়ন আর সাদ্দাই বলে ব্যাবিলন আর মিশরে
এল, এলোহিম বলে তারা, তোমায় সম্বোধন করে।
হিব্রুতে জেহুরা ধ্বনি, তুমি সকল গুণের গুণী
নামের মাঝে রূপ নূরানী, মিশে আছো সর্বক্ষণ।

পারস্যে মাজদা-আহুরা ডাকে তোমায় ভক্তজনে
ফার্সীতে কয় খোদা আজো, তুমি দয়াল নিজগুণে।
গ্রীস দেশেতে জিয়াস নামে, মত্ত তুমি লীলা প্রেমে
আর্যাবর্তের ধর্মধামে, ঈশ্বর নাম হয় উচ্চারণ।

চিনবাসীরা ডাকে তোমায় ইয়াং ইঈন বলিয়া
মগেরা কয় ফারাতাবা, ব্রক্ষদেশে কয় ফায়া।
কেউ পাকিয়ান জিহুবা বলে, ডাকে তোমায় কত ছলে
বিলাও দয়া সকল দীলে, ডাকলে তোমায় প্রেম কারণ।

শাস্ত্রে দেখি নামটি তোমার তুমি আল্লাহ লীলাময়
নেবাতি আর দুরিয়্যানী ভাষা যোগে হয় উদয়।
আল ইলাহ একত্রিতে, আল্লাহ নামটি হয় বলিতে
ভক্তগণের সে নাম নিতে কত মনের আকিঞ্চন।

এত নাম তার পরিচয়ে পড়ে লাবিব ভ্রান্তিতে
তোমার এক নামেতে ডাকিতে চায়, যে নাম আঁকা হৃদেতে।
রূপে গুণে একাকারে, যে আছো মোর হৃদয় জুড়ে
আমি ডাকি শুধু সে মাওলারে, মুর্শিদ আমায় দাও চরণ।

রচনাকাল – 17/10/2020

আপন খবর