আপন ফাউন্ডেশন

সংগীত – দয়ালের শ্রীচরণ নিরিখে বসে

Date:

Share post:

লাবিব মাহফুজ

দয়ালের শ্রী চরণ নিরিখে বসে
ধ্যান নেত্রে প্রেমাবেশে –
অহর্নিশি স্মরণ রসে, বিভোর হলে আত্মময়
দয়াল তখন প্রেমস্বরূপে, হৃদয় পদ্মে হয় উদয়।

অনুরাগে ভক্তিভরে, ডাকে যেজন দয়ালের
ধ্যান নয়নে বারে বারে, রাখে স্বরণ শ্রীরূপময় –
সে ভক্ত জনরে উদ্ধারিতে দয়াল আমার ব্যাপিত রয়।

যখন জাগবে প্রাণে রূপ নিরঞ্জন, হবে ভক্তের বাঞ্ছা পূরণ
ঘনপূর্ণ জ্যোতিশিঞ্জন, প্রকাশ হবে জগৎময়।
তখন স্বর্গ, মর্ত্য ভূলাইবে, দয়াল তোমার চেতনায়।

প্রেম ভক্তির দৃঢ় বন্ধনে, দয়ালের বাধিও প্রাণে
তবেই তোমার মনের বনে, শ্যাম সুন্দর দয়াময় –
দিবে দর্শন শুভ লগনে, মহাপ্রেম ভাব দরিয়ায়।

রচনাকাল – 01/08/2019

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles