লাবিব মাহফুজ
ধরনীর প্রতি পাতায় পাতায়
লেখা ছিল যে নাম, যে জীবন অধ্যায়!
কালের সকল বিন্দু বিন্দু দান –
লিখেছিল মহাকাব্য বিধির খাতায়!
আজ অবেলায়…
সে কালের ধ্বনী ধমনীতে মোর
বারে বারে উঠে বাজি –
হৃদি অনুভবি কালের মিলনে
কি যেনো হারালাম আজি!
যে সুর ছিল হৃদয় পরতে, কালের অতীতে হায়
দ্বার হতে যেথা আসে ফিরে ফিরে, ভাষার অভিপ্রায়।
যে অখন্ডকাল কালাকাল ব্যাপী ছড়ায়ে ইন্দ্রজাল
বেধেছিল মোরে নিত্যধামে আপনায় মহাকাল।
সে শুন্যতায় ছিল পূর্ণতায় ভরা অনিন্দ্য ভালোবাসা
আজ পূর্ণ হতে চেয়ে কালের মিলনে হারাইলাম দিশা।
হইনি নিরাশ, বিধিবন্ধনে, হারাইনি সে তেজ
অখন্ডকাল আমাতেই আবার লইবে নব সাজ।
হে মহাকাল…
অবাঞ্ছিত নয় এ বিন্দু প্রণয়, একত্বের কল্লোল
এ মোর মহাকাব্য, ধরার পরতে, অশ্রুর কলরোল।
রচনাকাল – 05/04/2014