লাবিব মাহফুজ
হে স্মৃতির খাতা
তুমিতো আমার শত্রু নও,
তবে কেনো সেই পুরনো ব্যাথাগুলোকে
বার বার এ হৃদয়ে জাগাও?
আমিতো চাইনা আমাকে আর কষ্ট দিতে
তাই অনুনয় করি তোমায়,
হৃদয়ের গভীরে যে ব্যাথা রয়েছে চাপা
হারিয়ে ফেলো তা নিশ্ছিদ্র অমায়!
ক্ষমা করো আমায় হে অতিত ইতিহাস
তোমাকে তো আমি ভুলে যেতে চাই,
তুমি যখন বর্তমান ছিলে, হয়তো কখনো সুখী ছিলাম
তবু তোমার স্মৃতি চারণে, দুঃখগুলোকেই আপন পাই।
রচনাকাল – 12/08/2014