লাবিব মাহফুজ
দীল দরিয়ার পাড়ে
ওজু করে পড়গা নামাজ – স্বরূপ রূপের ঘরে!
ওরে সালাত সুধায় মত্ত হয়ে থাইকো রূপ নিহারে!
করে ফানা দিল ওয়াছেল
বাকাতে হয় নামাজ হাছেল
ওরে রাসুল রূপে নয়ন দিয়া থাইকো নিরিখ ধরে!
তমিজ তাজিম স্বভাব দিয়া
যাওনা উজান ধারা বাইয়া
ওরে রাসুল যদি কৃপা করে পার করবে তোমারে!
দীল দরিয়ার অকুল নদী
আবহায়াত সে নিরবধী
ওরে বাতাস চিনে পাল তুলে দাও চাও যদি মন তারে!
গুরুরূপে হইয়া ফানা
দায়েমী রও সর্বক্ষনা
ওরে লাবিব বলে মেরাজ হাসিল হবে দীলের ঘরে!
রচনাকাল – 15/02/2023