লাবিব মাহফুজ
মোর চিত্তের যত আবিলতা
প্রভু দূর করো, দূর করো,
নির্মলও করো, নিরাবিল করো মোরে
দাও প্রেম দাও আরো।
দিবানিশি প্রভু তব প্রেমও পথে
চেয়ে থাকা মোর করুণও চিত্তে,
ঠাঁই দিও মোরে তব নিত্যধামে প্রভু
তোমার আপনও লোকে করে আপনারো।
অনন্ত জগতে তব করুণা হায়
বয়ে যায় নিরবধি কালের খেয়ায়,
তব করুণাসাগরে প্রভু ডুবিবো হে নাথ
তোমার তরে প্রভু এ প্রাণ সংহারো।
রচনাকাল – 17/12/2019