সংগীত – ধর্ম কি ধনীদের জন্যই রে দয়াল

লাবিব মাহফুজ

ধর্ম কি ধনীদের জন্যই রে দয়াল
কাঙালের হজ্ব যাকাত কি হবে না,
কি বিধান পাঠাইলে গো সাই
তোমার শরিয়তে ধর্ম পাইলাম না।

উদ্বৃত্ত সম্পদ চল্লিশ ভাগের
এক ভাগ জাকাত নামে তোমার
যার নাই সম্বল খাওয়া পরার
সেকি ধর্ম করবে না?

মেরাজেতে দেখলো রাসুল
সব জান্নাতিই ভবের কাঙাল
বাদ দিয়ে দুই বেনা কি হইলো মকবুল
তোমার শরীয়তের ভেদ বুঝলাম না।

ধনীরা জাকাত দেয় টাকায়
কাঙালীদের কোনসে উপায়
কেমনে করবো জাকাত আদায়
অধম লাবিব কয় তরিক দেখোনা।

রচনাকাল – 28/11/2012

আপন খবর