কবিতা – বিষাদিত কারবালা

লাবিব মাহফুজ

আজ ফোরাতের স্রোত সম আঁখিধার বয়ে যায়
মহররম, কারবালা, শহীদানের স্মৃতি হায়।
জাগিল এ প্রাণে, আধার ভূবনে, আলোক দীপ্তি লয়ে
আসিল যাহারা, মুক্তির দূত, জগতের কান্ডারী হয়ে –

বিলাইলো প্রেম, মুক্তির সুধা, নিত্যের অমৃত
আনিল জীবন, নূর রওশন, ভূবন করে মোহিত।
নফসানিয়াতের বন্ধন ত্যাজি, নোংড়া পঙ্ক ছেড়ে
ইনছানিয়াত প্রতিষ্ঠিত যাহারা করিল প্রতি ঘরে –

তাদেরই তরে আজ কাঁদে বসুধা, তাদেরই খুন লয়ে
মাতিল ধরা, এজিদ সীমার, ইমাম শত্রু হয়ে।
কাটিল গর্দান দ্বীনের জিবন, বিষাদিত কারবালায়
তপ্ত মরুর প্রতি বালুকণায়, তারি মাতম শোনা যায়।

রচনাকাল – 21/09/2018

আপন খবর