লাবিব মাহফুজ
নিশ্চুপ চঞ্চল আঁখির কোণে
এত প্রেম কি করে লুকিয়ে থাকে?
প্রজাপতির পাখার মতো, নির্মল বাতাসের প্রতিটি ছোঁয়ায়
নিশ্চুপতায়! শুভ্র মেধের মতো
ঢেকে দিতে চায় এক একটি জোৎস্নাধারা –
কিন্তু কি অদ্ভুত নিরবতায় – এ কেমন আবেশ
যে আবেশে মুহুর্তে টুটে যায় এক একটি পর্দা
শুধু নিরবতায়!
উচ্ছাসে যতটা পেয়েছি তোমায়
আনত আঁখির অনিমিখ দৃষ্টিতে, নিরব সংগীতে
যেন একটু দূরে –
অবগুন্ঠিত আলোর মাঝে প্রবাহিত
ভালোবাসার গোপন ফাল্গুধারায় – হৃদয় বাসরে
পেয়েছি তোমারে শুধু নিরবতায়।
মম ষাষ্টাঙ্গে আজি প্রণাম জানাই
স্তব গাই, পাশাপাশি দূরত্বের।
চিরায়ত মোর প্রদীপ্ত বাসনা, আলিঙ্গন নয়
সময় আজিকে মোর নিরবতাকে আমন্ত্রণের
যে নিরবতা জাগিয়েছে আমায়।
রচনাকাল – 05/12/2015