কবিতা – মূর্খতা

লাবিব মাহফুজ

এ কেমন মুর্খতা, নিজের ব্যার্থতারে
কপাল, ভাগ্য, বলে দুষি –
এ কেমন অবিচার, নিজ শক্তিরে করি পরিহার
আপনত্বে ভীরুতা পুষি!

সকল শক্তির উৎস যে তুমি
সকল প্রাণের প্রাণ –
শক্তিরূপে বিধির সকল উপহার
তোমাতে বহমান।

ফিরে আসো শুধু নিজ পানে আজ
তোমাতেই পূর্ণশশী –
জাগিবে নিত্য, তোমাতেই সত্য,
তোমাতেই অঙ্কুশি!

রচনাকাল – 10/01/2018

আপন খবর