সংগীত – আমি বৃথাই ভ্রমি মক্কা কাশি

লাবিব মাহফুজ

আমি বৃথাই ভ্রমি মক্কা কাশি
তীর্থ বৃন্দাবন!
প্রভু আমার এশকে মাওলায়
রাজে সর্বক্ষণ!

ঐ সৌম্যকান্তি দীপ্ত মুখে
নিত্য বাণী বহে –
পতিত জনা মুক্তি-সুধায়
স্বর্গ-সুখে রহে!
দয়াল – স্বর্গসুখে রহে!
তৃষাতুরে বিলাও প্রভু
শান্ত-মুক্ত প্রাণ!

ঐ রাতুল চরণ পতিত-তারণ
বিলাও প্রাণে মোর,
নিত্যকালে, ভাব-বিলোলে
আনো সুধা-ভোর!
দয়াল – আনো সুধা ভোর!
না হই যেনো চরণ ছাড়া
আমি অনুক্ষণ!

রচনাকাল – 28/11/2022

আপন খবর