লাবিব মাহফুজ
অপরূপও প্রেম রসে মাতায়ে মোরে
উদিল রে নবরবি, নতুন ও বাসরে।
আমার এই মনে প্রাণে
জাগিল সে হৃদাসনে,
মানবের মানসগগনে
নিত্য রূপ ধরে –
মহাপ্রভু জাগিল রে প্রেম পারাবারে।
নিত্য অভেদ যেজন, অখন্ড প্রাণে
প্রকাশিত হলো মোর স্বরূপ কাননে।
অনন্ত সে রূপও ধারী, এতকালের নিভৃতচারী
হঠাৎ জাগিয়া উঠে, জাগালো আমারে –
আমি পাইলাম তাহারে, আপন অন্তরে।
রচনাকাল – 12/04/2017