লাবিব মাহফুজ
আমার শ্রান্ত দেহ লুটিয়ে দিব
তোমার চরণ তলে,
দিবস শেষে নিশার মাঝে
রূপ দেয়ালী জ্বেলে।
পূজার ডালায় সাজাবো স্বপন
কাতর দুনয়নে,
আমি সমর্পিবো হৃদয় আমার
লুটায়ে চরণে।
পাষাণ তোমায় প্রাণ ভাসাবো, আঁখীর সলিলে।
আমি দু হাত তুলে কাঁদবো তোমার
দয়া নদীর তীরে,
আমি প্রাণ ত্যাজিবো রাধার মতো
নব পেলে শ্যাম তোরে।
মোর বুকের ঘরে ঐ শ্রী চরণ
রাখবো মরম মূলে।
রচনাকাল – 30/07/2019