কবিতা – আলোক পানে

লাবিব মাহফুজ

নিয়ত চরণে তব নিরত এ প্রাণ
হে প্রভু, হে খোদা, আল্লাহ, ভগবান।

তব শ্রী চরণ সেবা, করি প্রতিক্ষণ
এ তনু মন প্রাণ, করে সমর্পন।

ঐ চরণও পদ্মদলে যে আলোক সুধা
সে আলোয় শির মোর, রহে যেনো বাধা।

হে অনন্ত কৃপাধারী, হৃদয়ও গহনওচারী
দিয়ে মোরে প্রেমোবারি, করিও আপন।

জানি তব শ্রীচরণে ব্রহ্মা বিষ্ণু শিব
লুটায়ে করিছে সেবা, দেবতা দেবাধিদেব।

তোমারী চরণে হায়, সকলের আশ্রয়
মোরেও করো নির্ভয়, হে পতিতপাবন।

রচনাকাল – 16/12/2017

আপন খবর