লাবিব মাহফুজ
রূপময় তোমারী রূপে সাজাইয়াছো রূপের বাড়ি
রূপ সাগরে ডুব দিতে মন, ধরো চরণ তাড়াতাড়ি।
গড়িয়া জগত সংসার, সাধ মিটে নাই প্রভু তোমার
ধরিলা মানবও আকার, করতে প্রেমের রূপ জাহিরি।
পরিশুদ্ধ মানব যে হয়, তার ক্বলবে তোমার আশ্রয়
আমার মুর্শিদ রূপে দীন দয়াময়, প্রকাশিলে রূপধারী।
মুর্শিদ আমার খোদে খোদা, খোদা তে নয় সে জুদা
লাবিব নয় ঐ চরণে বাঁধা, চরণ তরী সহায় করি।
রচনাকাল – 30/04/2019