লাবিব মাহফুজ
এই মানুষের চরণ তলে, পাবি মধুর বৃন্দাবন
মানুষ তত্ত্ব করো অন্বেষণ।
নির্গুণ, নিরাকার সাঁই, মানুষে নিয়েছে ঠাঁই
জ্ঞান স্বরূপে স্বাকার ধরে, মানুষে হয় মূর্তমান।
দয়াল প্রেমময়ও রূপ ধরিয়া, মানুষেতে রয় জাগিয়া
মানব রূপেই প্রকাশ তাহায়, মানুষে সে দৃশ্যমান।
জীবন্মুক্ত পুরুষ যিনি, সেইতো খোদার রূপের খনি
লাবিব বলে দেখতে সে রূপ, মানুষ তত্ত্বে দাও নয়ন।
রচনাকাল – 25/07/2019