লাবিব মাহফুজ
সে না এলে মোর মন মন্দিরে
কেমনে বাঁচে আমার চাতক প্রাণ
বলো কবে আসবে বন্ধু
মন হারিনী কাঁলাচান।
আমি চাতক বন্ধুর আশে
দিনরজনী আছি বসে,
লুকায় বন্ধু মেঘের দেশে
না দিয়ে রূপ দরশন।
আমি তার বিহনে কেমনে বাঁচি
কেমনে রাখি কুলমান।
বলো সখি বলো মোরে
আসবে কি সে আমার ঘরে,
দেখবো তারে পরান ভরে
শিতল করে দুনয়ন।
প্রেমহীন লাবিবের এই চাতক আঁখি
চায় শ্রী রূপের বরিষন।
রচনাকাল – 03/08/2019