সংগীত – আল্লাহ ছাড়া সেজদা হারাম

লাবিব মাহফুজ

আল্লাহ ছাড়া সেজদা হারাম
দলিলেতে আছে প্রমাণ,
ফেরেশতারা সেজদা দিলো কারে রে
আল্লার আদেশ, সেজদা করো আদমরে।

ফেরেশতাদের ওস্তাদ সেজে
মুয়াল্লিমিন মালাইকাতে বসে
অহংকার অন্তরে পুষে
কয় আমি আদম উপরে।

আল্লার স্বরণ ছাড়া গেলে সেজদায়
শিরক পাপ তাহারে কয়
কোথায় সেজদা দিলো ফেরেশতায়
আযাযিল চিনলোনা তারে।

অধম লাবিব হইলো দিন কানা
দেখেও মনের ধোকা যায়না
সে যে নিকট তোমার কেনো দেখোনা
আত্মা রূপে কে বিরাজ করে।

রচনাকাল – 17/02/2013

আপন খবর