লাবিব মাহফুজ
অবিরাম প্রিয় তব পথপ্রান্তে
দন্ডায়মান আমি!
অনুরাগে হিয়া বেধে, চাতকিনী নাথ
দিবাযামী! প্রাননাথ – সজল চিত্তভূমি!
রূপের তিয়াসা বিনে আশা নাই আর
পরাণ সেধেছি আমি পানেতে তোমার!
প্রতিক্ষন, তনুমন, ওগো – নিবেদনে
সজল আঁখি ঝরে, নিত্য সমর্পনে –
শ্রীচরণ চুমি! প্রাণনাথ
সদা তোমাতে রহিবো আমি!
রচনাকাল – 20/05/2019