লেখক – লাবিব মাহফুজ চিশতী
সত্যকে প্রকাশ করার যুগ সমুপস্থিত। যুগধর্মের এই শাশ্বত মিছিলে নিজেকে একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে শামিল করতে চাই। সত্য ঢেকে রাখার দুর্মতি যেনো ভগবান কভূ আমায় না দেন।
যুগধর্ম এই, সত্য এবার বাতাসে ভেসে বেড়াবে। মুক্ত। যার দরকার গ্রহণ করবে। যার দরকার নাই, সে নিবে না। ত্রিমোহনায় আর সত্যকে আটকানো যাচ্ছে না। এবার চতুর্থ দায়রায় চলবে জিহাদ। বাতাসে ভেসে বেড়াবে জুলফিকার।
দরজা বন্ধ মজলিশ তো গত ১৪০০ বছর ধরে হচ্ছে। এবার যুগধর্মে শামিল হই। ইথারে হোক জলসা। সত্য জয়দর্পে চলুক উত্তর মেরু থেকে দক্ষিন মেরুতে। আসুক অশান্তি – অশান্তির মৃণালেই ফুল হয়ে ফুটবে শান্তি, ধর্ম।
অন্ধ আর চক্ষুষ্মান দের তফাত করার এটাই মোক্ষম সময়।
জ্ঞানী সত্য কৌশলে বলে।
আর প্রেমিক সত্য বলে তলোয়ারের নিচে মাথা রেখে।
আমার পরিচয় হোক, আমি প্রেমিক। জয়গুরু। জয় হোক।
রচনাকাল – 29/07/2021
লেখক – লাবিব মাহফুজ চিশতী