লাবিব মাহফুজ
তোমা তরে যাবো আমি চিরকাল কাঁদিয়া
তোমা পানে চেয়ে চেয়ে, তোমারেই ভালোবাসিয়া।
ঐ আঁখির সলিলে মোর, তৃষাতুর আঁখিদ্বয়
নিরবধি মরিবে ডুবিয়া –
যাবো চিরকাল ভালোবাসিয়া।
অনন্তের প্রতি পথে পথে আমি
পাইতে তোমারে চলিবো দিবাযামী
শত জনম কাটাইবো, তব আশে, পথ পানে চাহিয়া!
ঐ চরণে জড়ায়ে দলিত পুষ্পসম
মরিবার তরে রবো জাগিয়া।
মোর চাতক আঁখির তিয়াসা প্রিয়
তব করুণা দিয়া যতনে মিটাইও
আসিও আমার হৃদয় বাসরে, বসিও পরাণ ব্যাপিয়া!
আমি সকল ত্যাজিয়া শুধু তোমারই সাধিবো
রাখিবো হিয়ায় বাধিয়া।
রচনাকাল – 25/05/2020