আপন ফাউন্ডেশন

বাণী – ভক্তির বন্ধন

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. আত্মোপলব্ধিই একমাত্র পন্থা, যে পন্থায় উপলব্ধ হয় পরম প্রভু।

2. তোমার আত্মা অনন্ত পরমাত্মারই পূর্ণ প্রকাশরূপ। বিচ্ছিন্নতার হেতুই তোমার অপূর্ণতা। পূর্ণ সংযোগ স্থাপন করো পরমের সাথে। দেখবে তুমিই সে পরম।

3. সমগ্রতার অখন্ডরূপ এই মানুষ। মানুষ দর্শন হলে দেখার কিছুই বাকী থাকে না।

4. তোমার মানব প্রকৃতির বিস্তারিত ব্যাখ্যা এ বিশ্ব প্রকৃতি। সমগ্র জগৎ তোমারী প্রকাশ।

5. মানুষের সকল সাধনাই পূর্ণতা অর্জনের জন্য। খোদায়ী স্বভাব আপনত্বে প্রতিষ্ঠিতকরণের মাধ্যমেই অর্জিত হয় পূর্ণতা।

6. তোমার একাগ্র মনের সুদৃঢ় প্রেমই তোমাকে দিতে পারে শ্বাশত মুক্তির সন্ধান।

7. বন্ধন যদি হয় ভক্তির, তবে ভগবান বাধা পরতে বাধ্য।

8. গুরুতে সমর্পণই তোমার আধ্যাত্মিক জগতে উন্নতির মাপকাঠি। তুমি কতটুকু মুক্ত তা নির্ভর করে তুমি কতটুকু সমর্পিত তার ওপর।

9. পরমসত্ত্বাকে মানব প্রকৃতিতে চিরতরে স্থায়ী করতে পারলেই লাভ হবে চিরমুক্তি।

10. নিবিড় মানসিক আবেষ্টনীর দ্বারা গুরুসত্ত্বাকে আকড়ে ধরে থাকলেই লাভ হবে গুরুকৃপা। যা উন্মুক্ত করবে তোমার চিরমুক্তির দ্বার।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles