সংগীত – ভুলতে তোর ঐ নয়ন বেদন

লাবিব মাহফুুজ

ভুলতে তোর ঐ নয়ন বেদন
সুরের মোহে হই আকুল
সুর সে সুধার ইন্দ্রজালে
নয়ন বানেই বদ্ধমূল।

মোর বদ্ধ প্রাণের শিকল জ্বালায়
অবহেলার ঝর্ণা ধারায়
কাটার আঘাত হৃদয় ভরায়
তবু নয়ণ দিশায় প্রাণ ব্যাকুল।

তোর আঁখির স্রোতে প্রাণের গতি
পায় খুঁজিয়া নিত্যজ্যোতি
যতই থাকুক তথায় ভীতি
প্রাণ সেখানেই রয় মশগুল।

রচনাকাল – 01/08/2018

আপন খবর