লাবিব মাহফুজ
আমি মাতাল তোমার সুরের সুধায়
হে সাকী আরো শারাব ঢালো,
আনো দ্রাক্ষারসে আনো পেয়ালা ভরে
জ্বালো হরদম আরো প্রদীপ জ্বালো।
দীলের খায়েশ আজ মিটায় সাকী
হানো প্রাণে শিরিন শারাব ফাঁকি
গোলাপ কুঞ্জের ঐ বুলবুল আঁখি
তোলো আজ মোর নয়নে তোলো –
প্রাণের রংমহলে আজ গুলিস্তানে
হে সাকী শিরাজীতে আনিও আলো।
আজ হৃদয়ের শীশমহলে সাকীর প্রণয়
দীল এশকে মাতিল আজ শারাব নেশায়
হৃদ মঞ্জির বিকশিল চরণ ছোয়ায়
সাকিয়ে মুর্শিদ মাওলা জগৎ ভুলালো –
হে সাকী আরো মাতাও আমায়
সরাও প্রাণের আধার জলদ কালো।
রচনাকাল – 29/08/2019