সংগীত – দয়াল যদি তোমার মনে লয়

লাবিব মাহফুজ

দয়াল যদি তোমার মনে লয়
আমায় একা করে এ সংসারে
ঐ শ্রী চরণে দাও আশ্রয়।

দয়াল যদি যোগ্য মনে করো মোরে, বাধিয়া লও চরণ পরে
সকল হারা করিয়া ধরায় –
আমি তোমার হয়ে নিশিদিনে, রইবো পরে ঐ চরণে গো
জন্মে জন্মে ভজিব তোমায়।

দয়াল এ অভাগার এ মিনতি, চরণেতে রেখো মতি গো
দীলে রেখো তোমারই প্রণয় –
যদি তোমায় ভালবেসে এ জিবনে, সকল হারাই ভূবনে গো
আমার সফল হবে জনমও ধরায়।

দয়াল কাটিয়া সব মায়ারশি, কর মোরে চরণ দাসী গো
দুঃখ দিয়া কান্দাইও সদায় –
তুমি দাও কলংক লাবিবেরে, সদায় যেনো নয়ন ঝড়ে গো
নয়ন জলে সদা আমি ভজিব তোমায়।

রচনাকাল – 19/01/2019

আপন খবর