কবিতা – ব্যাথার বাধন

লাবিব মাহফুজ

যে বাধনে বাধা পরে প্রাণ
হৃদয় মাঝে মোর এ বাধন কি অবাঞ্ছিত?
বারে বারে মোর সমস্ত অনুভবে
আমার ইন্দ্রিয়াদীর সুক্ষ কম্পন –
হৃদয় তন্ত্রীতে তোলে এমন বীণা সুর –
সে সুর মূর্ছনায়, ব্যাথা নীলিমায়, তোমারেই পেয়েছি।
তবুও যে অবুঝ প্রাণ!

মোহাবিষ্টের মতো আমায়
শুভ্র নির্মল নীলিমায়, জড়িয়ে রেখেছে –
ব্যাথাগুলোকে করতে আলিঙ্গন।
আমি জানি এ ব্যাথার উৎস কোথায়!
স্বর্গের নিভৃত বাসরে। অন্তহীন চরাচরে
ভেসে আসে যেথা প্রতিক্ষণে, মধূরও লগনে
মেশক আম্বরের ঘ্রাণ!

সৃষ্টিছাড়া অজ্ঞাত কোনো উল্লাস নয়, এ প্রাণে
শুনি সে গভীর মর্মবাণী,
ব্যাথারে ডাকি কহি বারে বারে, জড়াইও মোরে
ভরাইও হৃদয়খানি।
আমার এ হৃদয় ডোরে, তব সৃষ্টিসুখ গ্রহণ করিবারে
হে অভিমানী –
ব্যাথা যেন মোর, হয় চির সঙ্গীনি।

রচনাকাল – 03/12/2015

আপন খবর