সংগীত – নিরুদ্দেশে ডাকে আমায়

লাবিব মাহফুজ

নিরুদ্দেশে ডাকে আমায় সে বিরহী সুরে সুরে,
আগত ঐ অলোকনন্দায় পূজাঞ্জলী নিতি ঝড়ে।

দূর সুদূরে বিজন বনে, বাঁধা এ প্রাণ ত্রিলোচনে
সুরের ঝর্ণা মোর ভূবনে, মোহন বাঁধন সাধ অঙ্কুরে।

নাওগো প্রাণের তপ্ত বেদন, বাঁধন ভেঙ্গে আনো বন্ধন
জাগাও প্রাণের দৃপ্ত ক্রন্দন, অনাগত স্রোতের তরে।

অনিন্দ্য স্বপন চারণে, স্বরন পাড়ের বৃন্দাবনে
অর্ঘ্য সাজাই শ্রীচরণে, অন্তহীন মোর পারাবারে।

রচনাকাল – 09/09/2018

আপন খবর