লাবিব মাহফুজ
মনের ঘোরে না হারাই যেনো
পরম গুরু সাঁই আমার,
স্বয়ং স্বরূপ চেতন সদ-ভাব
গুরু রূপে হয় স্বাকার।
মানুষে রয় গুরু বর্ত্য, জীবে চৈতন্য সত্য
পরমাত্মায় স্ব-মহত্ত্ব, ত্বরাইতে জীব হয় প্রচার।
অধিমুক্ত সত্যস্থানে, পরম গুরু স্বরূপ সনে
জীবের সব ভ্রান্তি নাশনে, নিত্যজ্যোতির খুলো দ্বার।
স্বয়ং গুরু জীবের খেলায়, জীব ধরিয়া পরম বানায়
পরমরে স্বয়ং এ মেশায়, তখন রূপ হয় নিত্যকার।
লাবিব বলে পরম সে ধন, গুরু তত্ত্বে করো সন্ধান
হৃদ জমিন করিয়া কর্ষণ, গুরু চরণ করো সার।
রচনাকাল – 19/09/2018