সংগীত – ভালোবাসা আমার ভাগ্যে নাই

লাবিব মাহফুজ

ভালবাসা আমার ভাগ্যে নাই
কপালে থাকিলে পিরিত
পাইতাম তোরে হৃদয় ঠাই।

দয়াল তুই আসবি মোর হৃদয় বাসরে
ফুলশয্যায় সাজাব তোরে
আশায় আশায় জাগিয়া নিশি পোহাই।

ভবে একাকিনী কূলমান হারা আমি গো
দয়াল ভরসা তুই আমার স্বামী,
থাকিয়া পদতলে তোর চরণ চুমি
তোর তরীতে কিনারও চাই।

প্রেম জানিনা ভাব জানিনা অসার নির্জীব ভবে
আমি বিলাইছি প্রাণ চরণ তলে তোরে
দেখেছিলাম যবে।
নয়ন তলে তোর মহাপিরিত
অধম লাবিব কিঞ্চিৎ মাত্র চাই।

রচনাকাল – 02/03/2014

আপন খবর