লাবিব মাহফুজ
ঝরা পাতার ঘাটে আমার নৌকা খানি বাধা
ঋষভের-ই মন্দ্র তারে সুরখানি মোর সাধা!
পথ হারানো নদীটি মোর আকুল উদাস বায়
আমি অভিমানে কাঁদতে জানি নিষাদ সেধে হায়!
বালুর কুটির হৃদয় আমার ভাঙে হিল্লোল দোলে
লুটাইতে জানি গো আমি তাঁহার চরণ তলে!
যে আমারে একটু ভালোবাসে, একটু ভালোবাসে
হৃদয়ে যেজন, পরশি চরণ ভালোবেসে, ছুটে আসে!
তাঁর তরে মোর জেগে থাকে ওগো প্রণয় ব্যাথিত প্রাণ-
আমি শত শত জনম প্রতিক্ষিয়া রবো পথের বাসরে নিশিদিন!
রচনাকাল – 15/10/2020