সংগীত – বল প্রভু ও রূপ তোমার

লাবিব মাহফুজ

বল প্রভু ও রূপ তোমার
আর কত মায়া জানে,
দেখেছি যবে ও রূপ সুন্দর
আর কিছু না হেরী নয়নে।

ও রূপধ্যান যবে নয়নে আসিল
নিদারুন শেল হয়ে এ বুকে বিধিল।
জ্বলিয়া ঐ নয়ন শিখা
এ প্রাণ হরিয়া নিল মধূর দংশনে।

প্রাণের পিপাসা যবে ছিল অন্তহীন
দুনয়নে বিরাজিত তব অন্বেষণ,
সে মধূ মায়া, হৃদে জাগানিয়া
বাঁধিলে আমারে ঐ মায়া বন্ধনে।

রচনাকাল – 08/10/2018

আপন খবর