লাবিব মাহফুজ
অটল রূপে বসো প্রভু
এ অভাগার আঁখির কোনে,
দেখবো তোমার ও রূপ সুন্দর
এ পরাণের সিংহাসনে।
প্রভু, তব চরণ ধূলি এ পথ মাঝার
গড়বে প্রেমের আনন্দবাজার,
তব সুরের সুধায়, পরাণ আমার
লুটাবে ঐ শ্রীচরণে।
প্রভু, তব জ্যোতিধারায় স্নাত ধরা
প্রেম স্বরূপে হৃদয়ে ভরা,
হয়ে ধ্যানের মোহনচূড়া
প্রেমাগ্নী বাণ হানো নয়নে।
রচনাকাল – 08/10/2018