সংগীত – উঠ জেগে উঠ হে রুদ্র প্রাণ

লাবিব মাহফুজ

উঠ জেগে উঠ হে রুদ্র প্রাণ
অনাসৃষ্টির করতে বিধান,
কন্ঠে লয়ে ভৈরবী সুর
ধরার ধূলায় গাইতে গান –
কালের মহামিলন তীরে
আপন সুধা করতে দান।

তোর প্রাণের সুরের আকুল গাহন
তোর কন্ঠে ভরা ভৈরব নিশান,
করতে মাতাল দূর্বলেরে
ক্ষুদ্রতা যার প্রাণের বান।
আকুল সুরে ব্যাকুল করে
অক্ষমেরে কর বলীয়ান।

রচনাকাল – 23/04/2018

আপন খবর