লাবিব মাহফুজ
আজ মৃত্যুরে লইয়াছি বরণ করে
জিবনের করিতে উদ্বোধন,
আজ মৃত্যু সুধারে পরাণে মেখে
চিরঞ্জীব রূপে জাগিবে জাহান।
মরণেরে আজ মনে হয় আপন
জীবনের শুভ্র প্রভাত বেলায়,
নবজ্যোতি যার ও করস্পর্শে
জাগিবে প্রাণে সংকট সাহারায়।
মরণবীণার সুরের মাঝে
জিবন সদায় নৃত্ত করে,
জিবন শারাবে হইতে মাতাল
মরণকে নাও আপন করে।
মুত্যুর সুধা মাঝে যে লভিল প্রাণ
অনন্ত জিবন মরণ মিনায়,
ভীষণ বিভীষণ, জড়া মৃত্যু ভয়
পোহাবে না আর, অমর ধরায়।
রচনাকাল – 06/09/2018