সংগীত – নিতি ফিরে আসি তব চরণে

লাবিব মাহফুজ

নিতি ফিরে আসি তব চরণে
অনাদী তব আলোক ধামে
প্রতিক্ষণে, জিবনে, প্রতি-মরণে।

ধ্যানের কনক দেউলে মোর গড়েছি যে মন্দির
শঙ্খ চূড়ায় তারি নাম কীর্ত্তন তব বাজে সুমধুর।
হৃদয়েরই শতদলে মৃদঙ্গ তালে তালে
আসিব ফিরিয়া সদায় তোমারী কাননে।

বহে যেমন কালিন্দী ধারা দু’কূল ছাপি
রহিছ সদায় তুমি মোর, হৃদয় ব্যাপী।
মুরারী সুরে সুরে, আকুল হৃদয় বাসরে
সদায় রহিও জাগি, ব্যাকুল নয়নে।

রচনাকাল – 26/06/2019

আপন খবর