লাবিব মাহফুজ
নিত্য এ প্রাণে, তব পরশ করো দান
হে প্রাণময়, ভগবান।
জগতের চারিদিকে করুণা তব
ছড়ায়ে রয়েছে দেখি তোমারী বিভব।
তোমারী নিত্য আলোকে, আলোকিত ত্রিলোকে
দেখাও মহিমা মোরে, হে মহীয়ান।
যেদিকে চাহি দেখি মুরতি তোমার
তোমাতেই প্রকাশিত সকলি ধরার।
তোমার করুনাবারি, দাও মোরে অনিবারি
যেনো তোমারই দয়াতলে, রহি নিশিদিন।
রচনাকাল – 16/05/2019