কবিতা – মুক্তিগীতি

লাবিব মাহফুজ

হে মানব, যারা রয়েছো আজো, পশুর দলে অবিরত
সংশয় ভেদী উর্দ্ধে আসো, সারাও তোমার প্রাণের ক্ষত।

বিজাতীয় হিংসা নিন্দায় মত্ত হয়ে পশুর মতো
মানব সত্ত্বায় ঢালিছো পঙ্ক, অন্ধ সকল মূর্খ যতো।

আপনারে লয়ে মত্ত তুমি, হীন স্বার্থের অন্ধকূপে
মহান সৃষ্টি মানব কি করে, ধ্বংসের মালা জপে।

অনন্ত যে অসীম পানে, অনিরুদ্ধ বেগে ভরা
ছাড়িয়া মানব মহত্ত্ব ধ্যান, বরণ করিলা জড়া মরা!

এ বেমানান, মানব তোমার ধ্বংসের উর্দ্ধে বাস
শাণিত সুধায় প্রাণিত জিবন, মরণ ত্যাজি হউক উদ্ভাস।

জেগে উঠুক আজ মানব সাগরে, মহত্ত্বের পুষ্পানন
সে সুর সুধায় হরষে মানব, গাও মুক্তির গান।

রচনাকাল – 05/09/2018

আপন খবর