সংগীত – রাতুলও চরণে তব ঠাঁই দিও মোরে

লাবিব মাহফুজ

রাতুলও চরণে তব ঠাঁই দিও মোরে
হে পতিতপাবন, তব কৃপা সিন্ধু তীরে।

তোমার শ্রীরূপ খানি মোর নয়নে জাগাও
ঐ রূপছবি হতে মোরে, কভূ না ফিরাও।
সদায় তোমারী পানে, রাখিব নিরিখ ধ্যানে
ফিরিব কাননে তোমার বারে বারে।

তোমারী চরণও পরশে এ জগৎ সংসার
বহিয়া চলিছে প্রভু, মহাকালে নিরন্তর,
দিয়ে সে চরণও সুধা, প্রভু মিটাও আমার ক্ষুধা
তোমার শ্রী পাদপদ্মে প্রভু রাখিও আমারে।

রচনাকাল – 10/10/2020

আপন খবর