কবিতা – রূপ

লাবিব মাহফুজ

তব রূপ লাগি, আঁখিদ্বয় মোর
রজনী পোহায় শত –
তব তরে মোর, জেগে থাকে প্রাণ
নিরবধি, অবিরত!

ঐ রূপানলে পতঙ্গ সম সদায়
পুড়িতে বাসনা মোর –
আমার হিয়ায় তব হিয়ার বেদন
রবে জাগ্রত অনিবার!

তব সুরে সুরে বাঁশরী আমার
রচিবে অমর গীতি –
মম মানস লোকে তব প্রেমের আলোক
জ্বলিয়া রহিবে নিতি!

সকল দিয়া মোর, তোমায় ভালোবাসিবো
আমার সকল মাঝে, শুধু তোমায় রাখিবো!
তোমায় ভালোবাসিবো!

রচনাকাল – 01/01/2018

আপন খবর