লাবিব মাহফুজ
তোমারে ধরিতে চায় এ প্রাণ আমার
বাঁধিতে চায় এ হৃদয় মাঝার।
অপরূপও তব রূপ হেরিব নয়নে
দু চোখের জল করে রাখিব যতনে –
অবিরাম তব ধ্যানে রহিবে অন্তর।
যে যাতনা দিলে প্রভু প্রেম দিয়ে বুকে
যে তিয়াসা জাগাইলে চরণ আলোকে –
কেমনে রহিব আর বিজনে হারায়ে
তোমাহীনা একা একা সুদূরে লুকায়ে!
আজ হৃদয়াসনে রাখো চরণ তোমার।
রচনাকাল – 26/10/2018