লাবিব মাহফুজ
আপন ভোলা প্রাণের টানে
প্রেম তরঙ্গে ভাসবি যখন,
তখন তোর ঐ প্রাণ মহিমা
উঠবে জেগে দীপ্তিমান।
ঐ নয়নের সুধা পিয়ে
প্রাণ উতলা করো রে মন।
শ্রীরূপ মহান মন মুরারী
প্রেমিকেরই দাস চিরদিন।
জিবন ত্যাজি মরণ ত্যাজি
ত্যাজিয়া তোর আপন ধন,
মন বিহঙ্গ ডানা মেলে
উড়ে যাওগো বৃন্দাবন।
সেথায় তোমার প্রাণ গোবিন্দ
বাজায় বাঁশি তোমারই গান।
রচনাকাল – 24/05/2018