লাবিব মাহফুজ
তোরে বড় ভালোবাসি
তোরি কাছে তাই ফিরে ফিরে আসি।
রাখিতে তোরে হৃদয় পিঞ্জরে
থাকিতে তোর বাহুর অন্দরে
সর্বদায়, অহর্নিশী
তোরে বড় ভালোবাসি।
বড় ভালো লাগে তোর বাহুর বাধন
বড় ভয় জাগে তোরে হারানোর বেদন
এক বুক তিয়াসা ধরে
আঁখিনীড়ে হৃদ পিঞ্জরে
তাইতো বারে বারে, ফিরে ফিরে আসি
তোরে বড় ভালোবাসি।
রচনাকাল – 08/10//2018