লাবিব মাহফুজ
চাতকেরও মতো প্রাণ কাঁদে গো আমার
চকোর সম চেয়ে থাকি অনিবার,
ঐ শ্রীরূপও সুধা, দাও নয়নে প্রভু
তব শ্রীচরণ রাখো মোর, পরাণ ও মাঝার।
তব রুপও জ্যোতি প্রভু বিলাও প্রাণে
তুমি জাগিয়া রহিও মোর হৃদয়ধ্যানে।
ভক্তিলতা বাণ, হানো প্রাণে সর্বক্ষণ
প্রেমও পরশে ভরিও, আমার চারিধার।
হৃদয় রাগিণী বাজে ভৈরবী সুরে
তব ত্রিভঙ্গিম রূপ রাজে, মোর আঁখীনিড়ে।
আমার আকুল হিয়া, যাও নিত্য পরশিয়া
উজলিত করো মোরে কাটিয়া আঁধার।
রচনাকাল – 05/01/2021