লাবিব মাহফুজ
গঞ্জ হতে ভক্ত উদ্ধারে
তুমি আসিলে এই ধরার পরে,
এশকে মাওলার ও দরবারে
দীন কাঙাল ভক্তদের তরে।
দয়াল আমার হিমেল শাহ নামে
আসিলে এ ধরাধামে,
জগৎ মাতালে মাওলার ও প্রেমে
ত্বরাইতে সব ভক্তজনে।
তুমি প্রভু রাসুল যে তুমি
তুমি মাওলা হে অন্তর্যামী,
ত্রিভুবনের তুমিই যে স্বামী
তব চরণে হাজার প্রণমী।
চরণে প্রণতি অনিবার
পূজারীর পূজা নিরন্তর,
হে প্রভূ, হে মাওলা আমার
পাঠাইলাম দরবারে তোমার।
প্রভু আমার হিমেল শাহ দয়াল
দাস করে রেখো চিরকাল,
আমি ঐ চরণের কাঙাল
আমাদের করিও কবুল।
রচনাকাল – 12/12/2016