লাবিব মাহফুজ
আমারি সীমার মাঝে নিত্য খুঁজি আমি
তোমার অনন্ত অপার মুরতী প্রিয়, হে অন্তর্যামী।
ত্রিজগতের নাথ, হে জগৎস্বামী, তোমার অনন্ত প্রাণ
সমগ্রতারে রাখিছে জড়ায়ে আপনাতে, একত্বে অন্তহীন।
আমি কি করে ধরিবো তাহারে
যে মহিমাময় বসত করে উর্দ্ধে সকল ছাড়ায়ে।
সুদূর দুরের আলোক ভেদী অনন্ত যার দেহ
সে অসীমের চরণ পরশ, এ দেহে পেয়েছে কি কভূ কেহ?
আমার দেহের সীমানা পারায়ে সূদুর কল্পলোকে
তাইতো হে প্রভু চেয়েছি তোমায়, অবিরাম স্বরণ চোখে।
অন্তর মাঝে ধরা দিও মোর, হৃদয়ের বাসরে প্রিয়
এ অক্ষম প্রাণ পরশে তব, প্রেমিক করিয়া নিও।
রচনাকাল – 15/04/2016