সংগীত – যে ছবি মোর দীলে আছে

লাবিব মাহফুজ

যে ছবি মোর দীলে আছে
সযতনে হৃদ মন্দিরে-
তারি পানে থাকলে চেয়ে
হজ্জ হবে বাইতুল মামুরে।

দীলে আঁকা সে রূপ পানে
চাতক সম যে রয় ধিয়ানে
তার চক্ষু শীতল কাব কাওসাইনে
গুরু রূপে নিহার করে,
দীল দরিয়ায় ডুবে তখন
ভক্ত রয় বাইতুল্লাহর ঘরে।

মাশুকেরই রূপ স্বরণে
আশেক থাকে ধ্যান নয়নে
এছাড়া কি ভক্ত প্রাণে
আর কোনো বন্দেগী ধরে,
ভক্ত জনা দয়াল রুপে
দীল দরিয়ায় মেরাজ করে।

রচনাকাল – 26/05/2019

আপন খবর