কবিতা – আগমনী

লাবিব মাহফুজ

আমি আসছি
খুব শীঘ্র আমি আসছি –
অন্যায় অনাচারের বুকে করতে পদাঘাত
আমি আসছি,
জোর আর জুলুমকে, করতে ভূমিসাৎ।

আমি অবশ্যই আসবো –
যারা দেয়নি আজো গরীবের অধিকার
যারা বাড়িয়েছে ধূকে ধূকে বঞ্চিতের হার
নায্য শাস্তি তাদের পেতেই হবে।
আর এ জন্যই আমি আসছি।

হে পৃথিবী
তোমার কানে কানে বলি –
পবিত্র বক্ষে তোমার আশ্রয় লভিয়ে যারা
দিনে দিনে নিজগুণে তোমায় করেছে কুৎসিত –
পবিত্রতার স্পর্শ হতে তোমায় বারে বারে করেছে বঞ্চিত –
তাদের জন্যই আমি আসছি।

মানুষ হয়ে মানুষকে বাসেনি যারা ভালো
দিনে দিনে বসুধা কে করেছে যারা কালো
তাদের জন্যই আমি আসছি।

আমি আসবোই
চারিদিকের কালোকে করবো দূরীভূত
সহাস্যে উজ্জ্বল বিশ্ব হবে উদ্ভাসিত।

আমি দেখবোই –
সেই উজ্জ্বলতার মাঝে তামাম বসুন্ধরার রবি
এক জামাতে এক কাতারে জপছে এক তসবি!
ন্যায় বিচার, সাম্য আর ভ্রাতৃত্বের বন্ধন –
দশ দিগন্তেই বাজবে যেনো বিজয় ঐক্যতান।
সেই বিজয় রথে গাইবো মোরা, আমরা সবাই ভাই
নাই নাই নাই, মানুষে মানুষে ভেদ নাই।

রচনাকাল – 12/10/2012

আপন খবর