কবিতা – নবযুগ বাণী

লাবিব মাহফুজ

আর কত কাঁদিবে, জাগি ভর নিশুতি রাতি
আর কত বাজাবে বাঁশি, চাহি প্রভাত ভাতি!
ধ্বংসের পথে চির ধাবমান
মৃত্যুকূপের অন্ধ আহ্বান
জরা ব্যাধি ভয় বিজয় নিশাণ, রুধিছে সত্য গতি
কেঁদে হবে কি আর? অন্ধে করিছে সদা
মরিচিকার স্তুতি!

শোন আজি নবযুগ বাণী
বদ্ধ, অন্ধ, অতিতের পঁচা শব!
ছাড়ো আজি পুরাতন, শকুন স্বপন
মৃত্যুকূপে গলিত লাশের বর্বর উৎসব!

নব কন্ঠে নব মঞ্চে দাঁড়িয়ে
মৃত্যু ভাগাড় দু-পায়ে মাড়িয়ে
মুক্তপথে, মুক্তমতের গাও জয়গান –
ঐ শোনো আজ নবরূপ জ্যোতি
চির নতুনের ধরিয়াছে তান।
মুক্ত করো প্রাণ, সকলে গাও
চির নতুনের গান।

রচনাকাল – 24/08/2017

আপন খবর